
কিবরিয়া আহমেদ( জকিগঞ্জ প্রতিনিধি) সিলেট-সুলতানুল আরেফিন,কুতবুল আউলিয়া শাহ সূফী আল্লামা শিঙ্গাইরকুড়ি ছাহেব (রহ.) ৪০ তম ঈসালে সাওয়াব মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ২ জানুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর শেষ হয়।
ঈসালে সাওয়াব মাহফিল সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, মুরিদীন-মুহিব্বীন, প্রশাসন, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক,স্বেচ্ছাসেবক বাহিনী ও এলাকাবাসীসহ সবার প্রতি আল্লামা শিঙ্গাইরকুড়ি ছাহেব (র.) এর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।