
গত ১লা জানুয়ারী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মরিয়ম নগর ইউনিয়ন শাখার ব্যাবস্থাপনায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও অভিষেক অনুষ্ঠান উপজেলার মরিয়ম নগরস্থ জিলানী কমিউনিটি সেন্টারে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।
এমরান হোসেন মানিক ও জোবায়েত হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়ম নগর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ শাহ শাওন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। উদ্বোধক ছিলেন রাংগুনীয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুর রহমান জামী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ আবু মূসা। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা রাংগুনীয়া উপজেলার সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন নাহিদ বিশেষ অতিথি ছিলেন রাংগুনীয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি করিম উদ্দীন হাছান, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি আজিম উদ্দীন আহমেদ, যুবসেনা রাংগুনীয়া উপজেলার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোজাহেদুল ইসলাম , ছাত্রসেনা রাংগুনীয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিউল মোস্তফা রাফি।
বক্তারা বলেন প্রতিহিংসামূলক রাজনীতির এই সময়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সন্ত্রাসমুক্ত সুস্থধারার রাজনীতি চর্চা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মরিয়ম নগর ইউনিয়ন শাখার কর্মীদের যৌথভাবে শপথ বাক্য পাঠ করান রাংগুনীয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি করিম উদ্দীন হাছান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খোরশেদ আলম,হারুন ফারুক নঈমী, মাওলানা আবদুর রহিম, আবু তৈয়ব, মাওলানা শাহজালাল,মাওলানা ইমরান, আবু বক্কর, হাফেজ মহিউদ্দীন, মাওলানা আবেদ শাহ, হাফেজ জামাল উদ্দীন, সালাম সুমন, তারেকুল ইসলাম, আলাউদ্দীন, নাছের উদ্দীন, সাদ্দাম হোসেন, রিয়াজুল ইসলাম রাকিব, মুবিনুর রহমান, আকতার বাবু, আবু বক্কর, ইমন হোসেন, সৈয়দ তারেক, রবিউল রাকিব, জালাল সাকিব প্রমুখ।