
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা সভা উপলক্ষে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী এবং যুগ্ন আহবায়ক মাহবুবুল হক মাহবুবের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয় এবং পরে যুবলীগের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে শেষ হয়।
শনিবার (২ জানুয়ারি) বিকেল লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিক আওয়ামিলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দীন টিপুর সভাপতিত্বে শেষ হয় এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ও উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ। এসময় জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।