
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য; একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?”। এই পঙক্তিগুলা যেন মানুষের মধ্যে থেকে দিন দিন হ্রাস পাচ্ছে। হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গঠিত হচ্ছে অনেক সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের। আর রাঙ্গুনিয়ায় সেই মানবিক কাজকে এগিয়ে নেয়ার জন্য, রাঙ্গুনিয়ার হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আত্ম প্রকাশ করেছে “রাঙ্গুনিয়া মানবিক ফাউন্ডেশন”।
সংগঠনের চেয়ারম্যান রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. সৈয়দ রবিউল হোসেন জানান, “রাঙ্গুনিয়ার কিছু স্বপ্নবাজ তরুণদের হাত ধরে মানবতার কাজে অংশীদার হওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া মানবতা ফাউন্ডেশন। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহ ও তার প্রিয় হাবিব ﷺ এর সন্তুষ্টি অর্জনের নিয়্যতে রাঙ্গুনিয়ায় বসবাসকারী হতদরিদ্রদের ঔষধ সেবা প্রদান করা।” তিনি আরো জানান, “এক ঝাঁক স্বপ্নবাজ দেশী ও প্রবাসী তরুণ সদস্য হিসেবে কাজ করে যাচ্ছি। রয়েছে প্রবাসী পরিষদও।” এই কাজে সকল স্তরের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। আপনার অনুদান পাঠান বিকাশ-01840163741(পারসোনাল)।
প্রাথমিকভাবে নির্বাচনকৃত রোগীদের ৫০০টাকা সমপরিমাণের ঔষধসেবা প্রদান করা হচ্ছে। ৫ জানুয়ারি ২০২১ তারিখ মঙ্গলবার রাঙ্গুনিয়ার গোচরা চৌমুহনীসস্থ মদিনা ফার্মেসীতে সংগঠনটির দায়িত্বশীলদের কোরআন শপথের মাধ্যমে আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়। এরপর চারজন রোগীর প্রেসক্রিপশন পর্যবেক্ষণপূর্বক ফ্রি ঔষধ প্রদান করা হয়।