
আতাবুর রহমান সানি শিবপুর, নরসিংদীঃ– নরসিংদীর শিবপুরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । গত ৪ জানুয়ারি (সোমবার) উপজেলার আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতিও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সামসুল আলম ভূঁইয়া রাখিল।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব ইফতেখার উদ্দিন খান নিপুন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন ভূঁইয়া, সরকারি শহীদ আসাদ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি জনাব আতিকুল ইসলাম আতিক ও সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার সহ উপজেলার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সন্ঞালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়া।