
২০১৯ সালের এপ্রিল মাসের ২১ তারিখ শ্রীলঙ্কার সাংগ্রিলা হোটেলের রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত শিশু জায়ান স্মরণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার জায়ানের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
জয়ধ্বনি ফাউন্ডেশন ও ইয়ুথ পলিসি ফোরামের যৌথ উদ্যোগে ভাটিপাড়া, রফিনগর ও দিরাই পৌরসদরে ৩ হাজার কম্বল ও ৫ শতাধিক সোয়েটার বিতরণ করা হয়েছে।
বিতরণ পুর্ব আলোচনায় ভার্চুয়ালভাবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়ধ্বনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ তানজিল আহমদ, দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী,ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, ইয়ুথ পলিসি ফোরামের লিড প্রদ্যুৎ পাল, নাজিব আহমেদ, ডেপুটি লিড মাহির ফয়সাল, জয়ধ্বনির মাসুদুর রহমান রিশাদ, জহিরুল ইসলাম রাজু, পুসাস প্রেসিডেন্ট সব্যসাচী নিলয় প্রমুখ।
উল্লেখ যে জায়ান চৌধুরী ভাটিপাড়া চৌধুরী বাড়ির এম এইচ চৌধুরীর ছেলের দিকের এবং সংসদ সদস্য, সাবেক মন্ত্রী শেখ সেলিমের মেয়ের দিকে নাতি।