
অরিন্দম
কানিজ ফাতেমা খুশী
তুমি এই প্রথম বললে আজ
ওষ্ঠ ছুঁতে চাও,
মরুভূমির ওপার থেকে ভেসে আসা
উলু ধ্বনির মতো শোনালো
যেন প্রাচুর্যময় মিষ্টি সেই ভাষা
গোধূলি রাঙা চরণ আলতার প্রলেপমাখা
ঠিক হৃদ অলিন্দ যেমন বন্ধনের আবিরমাখা
দেখেছো কখনো সেই চরণ !
দেখনি, দেখেছো দুহাতের অঙ্গুলি বেষ্টিত মুখায়বয়ব
টানা দুখানি অপলক নেত্র
তোমাকে দেখছে নিবিড় মুগ্ধতায়,
জানতে চাইছে, এতো দিন এতো নির্লিপ্ত কেন ছিলে
আজ ললাটে ছোঁয়াতে চাও ওষ্ঠ গভীর আলিঙ্গনে
তৃষ্ণার দৃষ্টি বুঝি পরখের ভাষা বুঝতে পেরেছে !
অরিন্দম, জাদুমাখা শব্দের আরো কিছু বিচ্ছুরণ ঘটাও
প্রাণান্তে বিভোর রহো তপস্যার মতো
দিন খন মাস যাবে আসবে, কিন্তু
খেয়া পারাপারে কোনো বাঁধা হবে না