
রাংঙ্গুনিয়া প্রতিনিধি→মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পূর্ব সরফভাটা ভূমিরখীল এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করে রাঙ্গুনিয়ার থানা পুলিশ।
গত (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ মা টুম্পা মজুমদার (৩০) ও ছেলে বিজয় মজুমদারের (৫), নদীতে ডুবে নিখোঁজ হন। মা-ছেলের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর হরিয়রভাঙ্গা এলাকায়।