
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে আমবাড়ীবাজার প্রিমিয়ার লীগ (এপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে আমবাড়ীবাজার প্রিমিয়ার লীগ কমিটির সভাপতি শাহাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাহবুবের পরিচালনায়
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপস্থিত ছিলেন এপিএল’র উদ্বোধক জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট আব্দুল আজাদ রুমান, ব্যবসায়ী কৃষ্ণ মোহন রায়, পৃষ্ঠপোষক তাহের উদ্দিন, বিশেষ অতিথি জেলা রোভার স্কাউটসের সম্পাদক শাহ আবু নাসের, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আমবাড়ী উচ্চ বিদ্যালয় এডপ্ট কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুর রশীদ, আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সংবর্ধিত অতিথি ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, আমবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এখলাছুর রহমান, মান্নারগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান ইব্রাহীম আলী, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রফিক, সমাজ সেবক মালেক হোসেন, বিএনপি নেতা ইজ্জত আলী, মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত তালুকদার, ক্রীড়া ব্যক্তিত্ব জমির উদ্দিন, বিএনপি নেতা মুজিবুর রহমান, সাবেক মেম্বার আব্দুল মছব্বির, মান্নারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুপ্রভা রানী কর প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় ২ উইকেটে জয়ী হয়েছে মর্নিং বার্ড এবং রানার্সআপ হয়েছে এসকেজেপি।