
তাইজুল ইসলাম জুয়েল,ময়মনসিংহ– ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা আওতাধীন ১নং পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ নেতৃত্বে ৯০পিস ইয়াবা মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ময়মনসিংহ ১ নং ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ এর নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, চুরি , ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ ১নং ফাঁড়ি পুলিশ।
এরই ধারাবাহিকতায় এসআই রেজাউল করিম ও এস আই আল আমিন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রবিবার ১০ জানুয়ারি /২০২১ইং অভিযানে কোতোয়ালী থানাধীন ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃসবুজ মিয়া (৩৫), ও মো: সুমন মিয়া (২৫)
এ ছাড়াও টি এস আই ফারুক এর অভিযানে ৩০ টি নেশাজাতীয় ইনজেকশনসহ মোঃ জনি (৩৮), পিতা, সাদেক বেপারী , সাং- আকুয়া হাবুল ব্যাপারীর বাড়ির মোড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করা হয়। অন্য দিকে টি এস আই সুবল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে একই তারিখ কোতোয়ালী থানাধীন হাজী কাশেম আলী কলেজের পিছন থেকে ১০০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নয়ন হোসেন(১৯), পিতা মো:আলম হোসেন,সাং-ইসলামাবাগ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।