
এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ”স্বদেশ প্রত্যাবর্তন” দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু’র সৌজন্যে পৌরবাসিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জামালপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে ২৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।জামালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন রুকুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি, এস,এম মিজানুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা এই ধারাবাহিকতা রক্ষায় গরীব অসহায়দের পাশে আছি পাশে থাকবো।