ময়মনসিংহের নগরের ঐতিহ্যবাহী সংঘটন ব্লাড ফাইটার্স। তারই উদ্যোগে সোমবার (০৯ জানুয়ারি )ময়মনসিংহের জংশন রেল ষ্টেশনে প্রথম ধাপে নগরের ফুটপাতে অর্ধশত দরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে ময়মনসিংহ ব্লাড ফাইটার্স এর পক্ষ থেকে হবেখাদ্য,শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিশেষ সহযোগী এ জি এম রাহাত খান, সুমিত সিংহ সঞ্জয়, শেখ আশিক মাহমুদ,আরিফ রব্বানী, জাহিদুল ইসলাম,রাফি খান,রিদয় হাসান শান্ত,মিনহাজ আহম্মেদ, জুবায়েদ খান,মোবাসীর হোসেন,মারুফ,মেহেদী হাসান ও আনোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলগণ।
তখন গণমাধ্যমকর্মীরা এবিষয়ে জানতে চাইলে সংগঠনের বিশেষ সহযোগি এ জি এম রাহাত খান বলেন – আমরা আমাদের সাধ্যের সবটুকু শক্তি দিয়ে সমাজের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী,অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। প্রত্যেকেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে অহায় মানুষদের পাশে দাঁড়ানো। এই সংঘটনটি স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, প্রাথমিক শিক্ষা কার্যক্রম,মাদক ও বাল্য বিবাহ বিরোধী প্রচারণা, পরিচ্ছন্ন শহর আন্দোলন, নতুন বছরে নতুন পোশাক বিতরণ, বৃদ্ধাশ্রমে ও সুবিধা বঞ্চিত শিশুদের ইচ্ছা পূরণ, শিক্ষা কার্যক্রম, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম ও মফস্বলের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নের মটিভেশন প্রদান সহ নানা কার্যক্রম। এছাড়া স্বেচ্ছায় রক্তদান, মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও অর্থ সহায়তা প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদান,ফ্রি মেডিকেল ক্যাম্প,বৃক্ষরোপণ কর্মসূচী, প্রাথমিক শিক্ষা কার্যক্রম, মাদক বিরোধী প্রচারণা আরও সেবামূলক কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় প্রতিবছর পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেএই সংগঠনটি। এই সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।