
জাহেদুল হক, নিজস্ব প্রতিনিধিঃ– ১৮ জানুয়ারি সোমবার রাঙ্গুনিয়া উপজেলার ৭নং বেতাগী ইউনিয়নের কাউখালী গ্রামের ছড়ারকুলে মুহাম্মদ ফরিদ আহমদের দ্বিতীয় পুত্র মুহাম্মদ সিরাজ (প্রবাসী) এর স্ত্রী জান্নাতুল তসলিমা বৃষ্টি (২০) নামের গৃহবধুর ঝুলন্ত লাশ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। লাশটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় রাঙ্গুনিয়া থানা।
নিহত মেয়ের পরিবারের সদস্যরা জানায় এটি একটি হত্যাকান্ড। নিহত জান্নাতুল তসলিমা বৃষ্টির মা জান্নাতুল কায়ুম (৩৭) জানান, তাঁদের মেয়ের শ্বশুর, শ্বাশুড়ি ও বড় যা (নিহতের স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) এই হত্যার সাথে জড়িত। তিনি আরো জানান, তাঁদের মেয়ের সাথে তার শ্বশুড়, শ্বশুড়ি ও বড় যা’র সাথে পূর্বে ছোট কাট ঝগড়া বিবাদ হয়ে থাকত। তবে শ্বশুর, শ্বাশুড়ি ও যা জানান ভিন্ন কথা।
তাঁরা জানান, পূর্বে পারিবারিক একটু কথা কাটাকাটি হতো, তবে তাঁদের মধ্যে সম্পর্ক ভালো ছিল। হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে জানান, গত রবিবার রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে যায়। সোমবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় শ্বাশুড়ি ঘরের দরজা খুলে (দরজা ভিতর থেকে বন্ধ ছিলনা) দেখেন পূত্রবধু সিলিং ফ্যানের সাথে শাড়ি বেঁধে গলায় পেঁছানো অবস্থায় ঝুলে আছে। তিনি ভীতসন্ত্রস্ত হয়ে তাঁর স্বামী ও বড় ছেলের স্ত্রীকে ডাকেন, পরে প্রতিবেশীরা আসে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন ঘটনাস্থলে একত্রিত হয়।
নিহতের স্বামী (প্রবাসী) মুহাম্মদ সিরাজ ফোনে জানান, এই ঘটনার সাথে তাঁর মা-বাবা বা পরিবারের অন্যকেউ জড়িত নন। তাঁর স্ত্রী তাঁর সাথে অভিমান করেই এমনটা করার কথা বলেন। গতকাল সকালেই তাঁর শেষ কথা হয় স্ত্রীর সাথে। তখনই স্ত্রী অভিমান করে ফোন লাইন কেটে দেন। তাঁকে তাঁর স্ত্রী সবসময়ই দেশে আসতে বলতেন। তিনি আসতে দেরি হওয়ায় পূর্বে নিহত স্ত্রী নিজেই অভিমান করে মরে যাব, চলে যাব, হাত কাটব নানাভাবে নিজেকে আঘাত করার কথা বলত। এই ঘটনায় তিনিও হতাশ হয়ে পড়েন।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুব মিলকী জানান, ঘটনার খবর জানলে রাঙ্গুনিয়া থানার সেকেন্ড অফিসার মোঃ এরশাদুল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এখন পর্যন্ত যতটুকু জানা যায় তা আত্মহত্যার ইঙ্গিত করে তবে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে আসলে ঘটনার মূল কারণ জানা যাবে। নিহত জান্নাতুল তসলিমা বৃষ্টি ( ২০) রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতনের মৌলবী মকবুলের বাড়ির প্রবাসী আমির হোসেন ও জান্নাতুল কায়ুম এর কন্যা। নিহত জান্নাতুল তসলিসার বৃষ্টির সাথে স্বামী মুহাম্মদ সিরাজে সাথে ২০১৮ সালে জুলাই মাসের ১৭ তারিখে পারিবারিকভাবে বিয়ে হয়।