
মোঃএনামুল হক বাবু– টিকটক এবং লাইকি নামক চিনা এই এ্যাপ গুলোতে দেখা যাচ্ছে একটা ভয়েস খুব ভাইরাল সেটা হচ্ছে “আমার সোনা ভাঙ্গা আমি তোমায় ভালোবাসি” এবং “জয় বাংলা” এইটাও বদলিয়ে করেছে “জয় ভাঙ্গা” মানে আমার দেশের ও আমাদের দেশ বাংলাদেশের জাতীয় সংগীত এর ভাবমূর্তি নষ্ট করতেছে এবং বাংলাদেশ কেও ছোট করেছে ! একজন দেশের নাগরিক হয়ে খুবই খারাপ লাগার বিষয়, টিকটক ভাইরাল কিছু ছেলে ও মেয়ে এই ভয়েস এর সাথে ডুয়েট করেছে এখন আমার কথা হচ্ছে এরা নাকি TikTok করে দেশ কে represent করতেছে তবে এরা কিভাবে দেশ কে Represent করতেছে ? আপনি বিশ্বে সবার সামনে জাতীয় সংগীত এর এই লাইনটি নিয়ে মজা করছেন হাসাচ্ছেন, এটাতে কি আপনার দেশ কে কি Represent করা হইলো ? আমাদের লজ্জা থাকা উচিৎ মজা করতে করতে শেষ পর্যন্ত নিজের দেশের জাতীয় সংগীত নিয়েও মজা করছি, ছিঃ ছিঃ ধিক্কার জানাই ! তবে এইটা অবস্যই একটা ক্রাইম এদের বিরুদ্ধে একশনে যাওয়া উচিৎ…
“ছোট বেলায় শাহরুখ খান এর একটা মুভি দেখেছিলাম “কাবি খুশি কাবি গাম” যেখানে মুভির একদম শেষ পর্যায় শাহরুখ খান ও কাজল এর ছোট্র শিশুটি জাতীয় সংগীত গাইতে গিয়ে জিব্বায় কামড দেয় এটা সুধু মাত্র অভিনয় ছিলো এবং জানতে পেরেছি যদি ভুল না করি এইটার জন্য ও মামলা হয়েছিলো ! এখন TikTok এ এরা জেনে বুঝে ইচ্ছেকৃত ভাবে আমাদের জাতীয় সংগীত কে ছোট করতেছে, এদের বিরুদ্ধেই বা কেন একশন নেয়া হবে না ? আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ভিডিও সাথে ভয়েস গুলোও জেন বন্ধ করে দেয়া হয়