
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের ড. মিজান ও নাসির অংশকে অনুমোদন দিয়েছে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস. এ. মালেক এ অনুমোদন দেন বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান। এ প্রসঙ্গে ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুরু থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের বিষয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ অবগত আছেন। গতকাল আমাদেরকে অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থি শিক্ষকদের মাঝে ফাটঁল সৃষ্টি হয়। গেল বছরের ৪ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের তৎকালীন কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ তুলে বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানকে আহ্বায়ক এবং ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলামকে সদস্য সচিব করে পাচঁ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সে সময় দুই পক্ষই নিজেদের বঙ্গবন্ধু পরিষদ মনোনীত নীল দলের প্যানেল ঘোষণা করে শিক্ষক সমিতির নির্বাচনে অংশ গ্রহণ করে। সে নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির দেওয়া ড. শামীম-ড.কামাল প্যানেল জয়লাভ করে। এরপর, গত ০৫ জানুয়ারি বঙ্গবন্ধু পরিষদের আরেকাংশ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসেইনকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি ঘোষণা করে ।