
হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা মনতলা বাজারে আগুন লেগে একটি বেকারি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত্রি ২টা ২০মিনিটে পূর্ববাজার প্রিয়া ফুড বেকারিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন ছড়িয়ে পড়লে প্রিয়া ফুড ও এর পাশে থাকা একটি সেলিন(তর্জার) দোকানটি ক্ষতি হয়। পরে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বহরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ বলেন , বাজারে আগুন লাগছে এই রকম খবর পাই তখন রাত্রি ২টা ৩০ মিনিটে দিকে তাৎক্ষণিক প্রথমে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে কারেন্ট বন্ধ করাই ও ফায়ার সার্ভিসে ফোন দিয়ে মনতলা বাজারে আগুন লাগার খবরটি দেই ও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসকে তারাতাড়ি আসার জন্য অনুরোধ করি । এরি মধ্যে এলাকার যুবকরা, মনতলা তদন্ত কেন্দ্রর পুলিশ এর এএসআই নাজিম উদ্দীন সহ তার সংঙ্গে থাকা ফোর্সরা মিলে আগুন নিবানোর চেষ্টা করে যা তারপর ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেকারি মালিক মোঃ মতিন মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার ছিলো আমি ভাতিজাকে নিয়ে বেকারিতে আসি সকালে মালগুলো ডেলিভারি দেওয়ার জন্য। যখন বেকারিতে ডুকি তখন আগুন দেখতে পাই তখন বেকারি কর্মচারীরা ৫ জন ছিলো তারা বেকারি পাশে একটি রুমে থাকে। কর্মচারীদের ডাকি, ডাক শুনে বাজারে থাকা পাহাড়াদার দৌরে আসে। বাজারে থাকা লোকজন ও আসে। সবাই মিলে আপ্রান চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য।
প্রাথমিকভাবে জানতে পাই বেকারির ঘরটি ছিলো দৈর্ঘ্য ২০ ফুট প্রস্হ ৩০ ফুট। বেকারিতে মালামাল, মেশিন সহ অনুমানিক প্রায়ই পাঁচ লক্ষ টাকা (৫,০০,০০০/-) ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে। অনুমান করা হচ্ছে চুলা থেকে আগুন লাগছে। মাধবপুর ফায়ার সার্ভিসের লিডার মন্তোষ মল্লিকা বলেন, খবর পাওয়ার সাথে সাথে রহুনা দেই প্রচন্ড কুয়াশা থাকা আসতে একটু দেরি হলেও ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনাতে পেরেছি।