
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা শাখার ব্যবস্থাপনায় উপজেলার সিইউএফএল, চাতরী চৌমুহনী বাজার ও পিএবি সড়ক প্রদক্ষিণ করে কালাবিবির দিঘির মোড়ে সংক্ষিপ্ত পরিসরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে জানুয়ারী) ইসলামী ছাত্রসেনা পূর্ব পরিষদের সভাপতি মো. আলী জিন্নাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জায়ামাত আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক মওলানা এস এম শাহজাহান, প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রুবেল,বিশেষ অতিথি মাস্টার মো. আবুল হোসেন, মওলানা বদরুজ্জমান নঈমী, এইচএম আবদুর রহিম,মওলানা আবদুল কাদের চাঁদ মিয়া,পীরজাদা নিজাম উদ্দিন সিদ্দিকী,মো.নুরুল ইসলাম হিরু,শহিদুল ইসলাম,আ.ন.ম নাছির,শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী, আমজাদ,মেহেরাজ, জাবেদ,জিসান,সালমান,শাহেদ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই লক্ষকে সামনে রেখে ছাত্র সমাজকে আর্দশবান হিসেবে গড়ে তুলতে ছাত্রসেনা ৪১ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। ছাত্রসেনার প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে দেশ প্রেমিক, আর্দশবান নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রসেনার কর্মীদের কাজ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়ন, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন স্তরের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে।
বক্তারা বলেন ইসলামী ছাত্রসেনার আদর্শে আদর্শিত হলে অন্তত বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে যেতে হবেনা।
বক্তারা ছাত্রদের আদর্শবান, দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং দেশে কোরআন সুন্নাহর আলোকে সুশাসন প্রতিষ্টা করতে ছাত্রদের ছাত্রসেনায় যোগ দেয়ার আহ্বান জানান।