
আনোয়ারা উপজেলা ছাড়া প্রথম ধাপে মুজিববর্ষের ৫৩৮ টি ঘর উপহার পাচ্ছেন চট্টগ্রামের ৮ উপজেলার গৃহহীনরা।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
এসময় নিজ নিজ এলাকার মন্ত্রী-প্রতিমন্ত্রী- সংসদ ও সরকারের প্রতিনিধিরা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে কিছুটা বিলম্ব হলেও আনোয়ারার গৃহহীনদের জন্য ৫৯৯ টি ঘর নির্মানের তালিকায় রয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানাযায়, ”বাংলাদেশের একজন মানুষও গ্রহহীন থাকবেনা” মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গিকার বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার দেশের বিভিন্ন জেলায় ৬৬১৯৮ টি গৃহহীন, ভূমিহীন পরিবারকে পাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ২ বছরের মধ্যে দেশের ৯ লাখ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হবে। বিষয়টি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রতিটি ঘরে ২ টি বেড রুম,১ টি বাথরুম, ১ রান্নাঘর ,ও ১ টি বারান্দা থাকছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৭১ হাজা টাকা খরচ হলেও জমির দাম হিসেব করলে এর মূল্য ১০ লাখ টাকা হবে। গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করার মধ্য দিয়ে এসডিজি অর্জনও সহজ হবে। ঘর প্রাপ্ত ভূমিহীন, গৃহহীন পরিবারের কর্মক্ষম সদস্যদের কর্মসংস্তান সৃস্টিতে তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণসহ ঋণের ব্যবস্থা করা হহে। আশ্রয়ন প্রকল্প থেকে তারা ৩৫ হাজার টাকা করে ঋণ সুবিধা পাবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য সূত্রে জানাযায়, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ান প্রকল্প- ২ হতে প্রদত্ত নমুনা মোতাবেক কবুলিয়াত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ হস্তান্তরের জন্য প্রস্তত রাখা হয়েছে। চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে আটটিতে মোট ৫৩৮ টি ঘর প্রস্তত করা হয়েছে । উপজেলা গুলো হল রাঙ্গুনীয়ায় ৬৫ টি পটিয়ায় ১১৫টি চন্দনাইশে ৭৫ টি সাতকানিয়ায় ৩০ টি লোহাগাড়ায় ১৮ টি বাঁশখালীয় ২৫ টি ফটিকছড়িতে ১৮৫ টি এবং কর্ণফুলী উপজেলায় ২৫ টি ঘর প্রস্তুত করা হয়েছে। তবে তালিকা মতে আনোয়ারায় প্রথম ধাপে কোন ঘর পাচ্ছেনা গ্রহহীনরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জমিরুল ইসলাম জানান, ভূমি জটিলতার কারণে শুধু মাত্র আমরা হাইলধরে ৫ টি, চাতরী ইউনিয়নে ৫ টি ও বৈরাগ ইউনিয়নে ৫ করে মোট ১৫ টি ঘর নির্মানের প্রস্ততি নিয়েছি ।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, আনোয়ারার গৃহহীনদের জন্য ৫৯৯ টি ঘরের বরাদ্ধ পাওয়া গেলেও প্রথম পর্যায়ে ভূমি জটিলতার কারণে আনোয়ারায় কোন ঘর নির্মাণ করা সম্বব হয়নি। ১৫ টি ঘর নির্মাণের প্রস্ততি চলছে। বাকী গুলো পর্যাক্রমে ভূমিহীনদের হস্তান্তর করা হবে।