
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে ঘোষণা দিয়ে ছিলেন আমরা গৃহহীনদের ঘরের ব্যবস্থা করে দিব। এ ঘোষণা শুধু ঘোষণা দেননি, তিনি রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে সরকারকে সার্বিকভাবে কাজে লাগিয়ে তিনি হাজার হাজার ঘর নির্মাণ করে দিয়েছেন। আজকে প্রায় একদিনে ৭০ হাজার ঘর তিনি উদ্বোধন করেছেন। আজকে যারা ঘর পেয়েছে সমগ্র বাংলাদেশ, তারা কখনও ভাবেনি জমির মালিকানা সহ দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘর পাবে। এটি একটি নিঃসন্দেহে অভাবনীয় কাজ যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।
তথ্যমন্ত্রী আরো বলেন– আমি জানি না পৃথিবীর অন্য কোন দেশে একই দিনে ৭০ হাজার ঘর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানুষের তিনটি মৌলিক চাহিদা অন্ন-বস্ত্র এবং বাসস্থান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অন্নের সমস্যা সমাধান অনেক আগেই করেছেন, এবং বাংলাদেশ আগে ছিল খাদ্য ঘাটতির দেশ, এখন বাংলাদেশে খাদ্য উদ্বৃত্ত দেশ। বাংলাদেশের কোথাও কোন গরীব মানুষ এখন বলে না একটু ভাসি ভাত দাও,কারণ কারণ পাশেই বাতের সমস্যা সমাধান। একজন ভিক্ষুক এখন আর দুই টাকা ভিক্ষা নেয় না, কেউ দেয় না। এখন মানুষ আর ছেঁড়া কাপড় পড়ে না কেউ যদি ছেঁড়া কাপড় পড়ে তাহলে তার সমস্যা আছে না হয়, সে অন্য লাইনে।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে মুজিব বর্ষ উপলক্ষে শেখ হাসিনার উপহার গৃহহীনদের ঘর এমন জমির দলিল, খতিয়ান,ডিসিআর, ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার (পিপিএম সেবা) এস এম রশিদুল হক, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার, রাঙ্গুনিয়া- রাউজান সার্কেল অফিসার আনোয়ার হোসেন শামীম এসময় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও ঘর প্রদানের মূল অনুষ্ঠান দেখানো হয়। পরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী।
এই সমস্ত ঘর গৃহহীন জমির দলিল খতিয়ান সহ তাদের কাছে হস্তান্তর করেন। দুই রুম বিশিষ্ট সেমিপাকা ঘর এবং ২ শতক জায়গা ভূমিহীনদের মাঝে দেওয়া হয়। রাঙ্গুনিয়ায় মোট ৬৫ টি ঘর দেওয়া হয়।