
রাঙ্গুনিয়ায় সরফভাটার হাজী সোলেমান সওদাগর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন উদ্বোধন করেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত মৎস্য খামারী ও সুখবিলাস ফিশারীজ এন্ড প্ল্যান্টেশন এর ব্যবস্থাপনা পরিচালক এরশাদ মাহমুদ। মসজিদটি পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়ায় সোলেমান সওদাগর ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে। গত বুধবার (২০ জানুয়ারী) উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক জসীম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পদুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।
উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. হাছান মাহমুদের সাবেক একান্ত সহকারী এনায়েতুর রহিম, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সুজন, মো. ইসমাইল মেম্বার, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাইফুদ্দীন আজম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, হাফেজ ওবাইদুল্লাহ, মোহাম্মদ নুরুদ্দিন প্রমুখ। সোলেমান সওদাগর জামে মসজিদের উদ্যোক্তা ও কনিষ্ঠ সন্তান কফিল উদ্দিন তার মরহুম পিতার জন্য দোয়া ও মসজিদের কাজ দ্রুত সময়ে যাতে সম্পন্ন করা যায় তার জন্য তার পরিবার ও খুরুশিয়া এলাকার জনসাধারনের সহযোগিতা কামনা করেন।