
নরসিংদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাদিম সরকার করোনা মহামারিতে জনসচেতনতা সৃষ্টি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ” শেরে বাংলা স্মৃতি” পদক ২০২০ প্রাপ্তীতে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন গতকাল শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্জুর হোসেন ঈসা ও অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এ এম গোলাম ফারুক মজনু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
আগামী ২৯ জানুয়ারি শুক্রবার বিকেল চারটায় ঢাকার সেগুনবাগিচায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ পদক দেয়ার কথা রয়েছে ।