
আনোয়ারায় বরুমচড়া গাউছিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মাওলানা ইসমাইল হোসেন চিশতী’র স্বরণ সভা গত সোমবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদের মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধক বারখাইন জামেয়া জমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী। বিশেষ অতিথি স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, মো. আলী হোসেন আরিফ, প্রধান বক্তা মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী, বিশেষ বক্তা ,মাওলানা মহি উদ্দিন হাশেমী,আবুল হাশেম আনোয়ারী,আবদুর রহিম আনোয়ারী, বদিউল আলম জিহাদী ও নুরুল আবছার তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল হক চৌধুরী বলেন, গাউছিয়া মুঈনুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে খেদমত করে যাচ্ছেন।ভ্রান্ত পথে নয়, ইসলামের মূল আকিদায় বিশ্বাসী করে তুলে শিক্ষার্থীদের আল্লাহ ও রাসুল(সঃ)এর সঠিক পথে পরিচালিত করছে। এখান থেকে বের হয়ে এসব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিয়ে দেশ ও জাতির প্রতি বিশেষ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।