
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে নবনির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উচ্ছাসীত শিক্ষার্থীরা, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাউখালী আনোয়ার বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়,৫৫ নং কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,হযরত ওয়াজ উদ্দিন শাহ (রাহঃ)কে.জি স্কুলের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, আমাদের এলাকায় আগে কোন শহিদ মিনার ছিলনা,ভাষা শহিদ সহ মুক্তিযুদ্ধে সকল শহিদদের যথাযথ সম্মান জানাতে আমরা অপারগ ছিলাম, আজ আমরা শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাতে পেরে নিজেদের খুব গর্বিত মনে করছি,এসময় স্বপ্নের শহিদ মিনার নির্মান করে দেয়ায়, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য,বেতাগী ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সৈয়দ আবুল মনসুর মেম্বারের প্রতি কৃতঙ্গতা জানাই উচ্ছাসীত শিক্ষার্থীরা।
এসময় বেতাগী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব সহ স্থানিয় সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন,
শহিদ মিনার নির্মানের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী সৈয়দ আবুল মনসুর মেম্বার বলেন,,
এলাকার মানুষ, স্কুল শিক্ষার্থীদের দ্বির্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আজ শিক্ষার্থী সহ এলাকার মানুষ এত আনন্দঘন পরিবেশে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন সেটাই আমার বড় পাওনা।
তিনি জানান,শহিদ মিনারের পেছনের অংশে কিছু কাজ বাকী রয়েছে, যা কিছুদিনের মধ্যে সম্পন্ন করে ২৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুহাম্মদ আইয়ুব,৫৫ কাউখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা,বিপ্লবী চৌধুরী,
ওয়াজ উদ্দীন শাহ্ (রাহঃ)কে জি স্কুলের অধ্যক্ষ, হুমায়ুন কবির,আওয়ামীলীগ নেতা,শওকত ওসমান। বেতাগী মানবাধিকার সভাপতি, আবু জাফর মাষ্টার,মানবাধিকার নেতা,নাজমুল হোসেন,মুহাম্মদ হাসান প্রমুখ।