
আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান সদর ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের ১ম সাধারণ সভা বুধবার বিকাল ৩টায় সংগঠনের সভাপতি গাজী মাওলানা ফোরকান আলকাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামীর সঞ্চালনায় রাউজান সদরস্থ মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।
সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা গিয়াস উদ্দিনের কুরআন তেলোয়াত, সহ দপ্তর সম্পাদক শায়ের আনিসুর রহমানের নাতে মোস্তফা (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি পীরে তরিকত আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল হাকিম, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার নাছির উদ্দিন, অর্থ সম্পাদক সুপার মাওলানা আবু আহমদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মুহাম্মদ এসকান্দর হোসাইন, প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ গিয়াস, প্রমুখ। সভায় আগামী ২৬ ফেব্রুয়ারি’২১ জুমাবার নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।