
রামু উপজেলার গর্জনিয়ার ইউপি সদস্য জব্বার মেম্বারের প্রতি কেয়ার বাংলা এনজিও সংস্থায় কাজ করা লোকদের টাকা ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ। অভিযোগে লিখাটি পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো-গতকাল টাকা দেওয়ার কথা ছিলো থোয়াঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু জব্বার মেম্বার ঐ বিদ্যালয়ে সুবিধা ভুগ করতে না পেরে থিমছড়ি মাদ্রাসায় নিয়ে যায় তাদের, শ্রমিকের নামে আসা কার্ডের ছবি সেন্স করে অন্য জনের ছবি লাগিয়ে প্রতিজন পাঁচশত টাকা করে লোক ভারা করে প্রায় ২০০ জনের টাকা উত্তোলন করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে শ্রমিকে পাওয়া টাকা গুলো প্রায় ৫০ জন শ্রমিক পাওয়া টাকা তাদের কাজ থেকে নিয়ে নিচ্ছে প্রভাবশালী আব্দুল জব্বার।
প্রতিবেদক ইউপি সদস্য আব্দুল জব্বার মেম্বারের সাথে কথা বললে তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনিতি করি বিদায় কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে এটি শুধু আজকের বিষয় না। আমি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মেম্বার হয়েছি তাই যেখান থেকে হোক এলাকার উন্নয়ন করা আমার নেশা ও পেশা। আমার উন্নয়নের ফলে আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় কিছু কুচক্রী মহল ঈষার্নিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ঐসব লোকেরা আমার বিরুদ্ধে লাগছে যারা মাননীয় প্রধানমন্ত্রী রাজনিতিকে পছন্দ করে না।অর্থাৎ আওয়ামীলীগকে পছন্দ করেনা তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি(মেম্বার) আরো বলেন আপনারা সংবাদ কর্মি আপনারা কোনদিন সত্যতা যাচাই না করে লিখবেন না। আপনারা চাইলে এলাকায় এসে সবার কাছ থেকে জেনে নিতে পারেন। আমি কোন দুর্নীতি করছি কিনা বা আমি এলাকার জন্য কি করেছি। একজন ইউপি সদস্য হয়ে আমি যতটুকু করেছি তা অন্য কেউ করতে পেরেছে কিনা একটু খবর নিয়ে দেখতে পারেন। আমার এই উন্নয়ন শুধু এমপি সাইমুম সরওয়ার কমলের সুদৃষ্টি আছে বিধায় পেরেছি। ফেইসবুকে ফেইক আইডি খুলে আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও ভানুয়াট।