
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চট্টগ্রামের রাউজানের সৈয়দ মোহাম্মদ মোশারফ হোসেন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। দুবাই শহরের শারজা ‘আল কুজ’ এলাকায় একটি ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। নিহত সেই উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাড়ির সৈয়দ মো: বেলালের পুত্র। গত শুক্রবার ২৯-জানুয়ারি সকালের দিকে এই ঘটনা ঘটে। এবিষয়ে প্রবাসী বাংলাদেশীরা জানান, তিনি একটি ভবনে উঠলে ৩’য় তলা ভবনে ছাদ মনে করে একটি প্লাস্টিকের সিলিংয়ে পা দিলে ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানাগেছে, গত ২০০৬ সালে সেই প্রবাসে গিয়েছিলেন, এরমধ্যে গত দুই বছর আগেই বাড়িতে এসেছিলেন তিনি।