
লক্ষ্মীপুর জেলার রায়পুরের ৭নং বামনী ইউনিয়নে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ (শনিবার) দুপুর ১ টায় কাজির দিঘির পাড় আমতলী মাঠে।
শ্বাসরুদ্রকর ফাইনাল ম্যাচে কলাকোপা চির নবিন সংসদ কে মাত্র ৯ রানে হারিয়ে, বিজয়ী চ্যাম্পিয়ন হন কাজির দিঘীরপাড় স্পোটিং ক্লাব।কাজির দিঘীর পাড় স্পোটিং ক্লাব 20 ওভারের ম্যাচে, 20 ওভার সম্পুর্ন করে সব উইকেট হারিয়ে 244 রান করেন, 245 রানের টার্গেটে কলাকোপা 20 ওভার সম্পুর্ন করে ৯ উইকেট হারিয়ে 235 রানে পরাজিত হয়। কাজির দিঘীর পাড় স্পোটিং ক্লাবের ব্যাটসম্যান পিকু ৯৪ রান নিয়ে ম্যান অব দ্যা মাচ পান। এছাড়াও মহিদুল 48 রান, রাকিব 41 রান করেন।
অন্যদিকে কলাকোপা চির নবিন সংসদ এর ব্যাটসম্যান আরিফ সর্বোচ্চ ৮৪ রান করেন। এসময় ক্রিকেট টুর্নামেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং বামনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন মুন্সি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রেজা ভূঁইয়া, মঞ্জুল করিব সহ আরও অনেক।