
পক্ষে নিরন্তর লড়াইয়ের অংশ হিসেবে মহেশখালী জাগ্রত ছাত্রসমাজ আগামী ৫ই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩টায় সংগ্রামী ছাত্র বন্ধুদের নিয়ে এক বিশাল মতবিনিময় সভার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত সভায় আপনাদের প্রাণের সংগঠন মহেশখালী জাগ্রত ছাত্রসমাজের সংগ্রাম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মুক্ত আলোচনা করা হবে।
স্থানঃ উত্তর ঝাপুয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ উক্ত মহতী সভায় মহেশখালীর সর্বস্তরের সচেতন ছাত্রসমাজের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের স্লোগানঃ “প্রতিবাদে, প্রতিরোধে, সংগ্রামে অবিচল থাকবোই ন্যায়-নীতি, দেশপ্রেমে বলীয়ান আমরা দালালি-দুর্নীতি নির্মূল করবোই।