
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কেলেনকান্দা নামক স্থান থেকে ১০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ফিরোজ নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক ফিরোজ হোসেন (৩৮) সে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর গ্রামের জয়নাল আবেদ্বীনের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এর নির্দেশনায় এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই মাসুম পারভেজ সহ সঙ্গীয় ফোর্স বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কেলেনকান্দা এলাকায় অভিযান পরিচারনাকালে ১০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ফিরোজ নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।