
টেকশই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে খাদ্যের নিরাপদতা শীর্ষক দিবসটি পালিত হয়। মঙ্গলবার (২ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের সভাকক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই নিরাপদ খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহারান হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।