
ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন নাছির- নুরজাহান ফাউন্ডেশন। মঙ্গলবার নাছির- নুরজাহান ফাউন্ডেশন এর উদ্যোগে কচ্ছপিয়া ইউনিয়নের দোছরী ওয়ার্ডে আসহায় ও শীতার্ত মানুষর মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইসমাঈল নোমান। কচ্ছপিয়া দোছরী ওয়ার্ডের মুসলিম ও হিন্দু মিলে ৪২০ জন শীতার্ত অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে এই সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।
চেয়ারম্যান নোমান বলেন আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। তিনি আরো বলেন আমার আব্বা ও আম্মা ইন্তেকাল করেছেন তাদের ইছালে ছাওয়াবের উদ্দেশ্যে এই উপহার। আমি আপনাদের আগেও পাশে ছিলাম সামনেও আপনাদের পাশে থাকতে চাই। নাছির- নুরজাহান ফাউন্ডেশনের কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে অব্যাহত রাখতে আমি বদ্ধপরিকর।