
“ফ্যামিলি ক্রাইসিস” ধারাবাহিক টি যেভাবে দর্শকপ্রিয়তা ধরে রেখেছিল সেই প্রথম পর্ব থেকে সেই দর্শকপ্রিয়তা শেষ পর্বেও এসে ঠিক একই রকম ছিল।বরং প্রতিটি এপিসোড শেষে উৎসাহ,উত্তেজনা কাজ করতো নেক্সট এপিসোডে কি ফান,ইমোশন,ক্লাইমেক্স আসতে যাচ্ছে। ১ থেকে ১৮২! দীর্ঘ একটা পথচলা।প্রতিটি চরিত্র ছিল আমাদের যেকোনো পরিবারের খুব নিজস্ব চরিত্রের প্রতিচ্ছবি।
অবশেষে থামতে হলো।তবে ধারাবাহিকের প্রতিটি চরিত্র রয়ে যাবে আমাদের মত নিয়মিত দর্শকদের মস্তিষ্ক,হৃদয় ও মননে।
শেষটায় সারিকা সাবাহ’র “মা” বলে চিৎকার যেভাবে এখনো আমাদের শ্রবণেন্দ্রিয় তে ধ্বনিত হচ্ছে নিশ্চয়ই সেই ধ্বনির রেশ কাটার আগেই আবার “ফ্যামিলি ক্রাইসিস” ফিরে আসবে।ধন্যবাদ ফ্যামিলি ক্রাইসিস পরিবারকে।
মানুষ এর জীবনের বাস্তব কিছু ঘটে যাওয়া গঠনা তুলে ধরা হয়েছে ফ্যামিলি ক্রাইসিস নামাক এক দীর্ঘ ধারাবাহিক নাটকে। যার আজ ১৮২ তম পর্বে ইতি গঠেছে। একটা পর্ব আমি দেখা বাদ দেয়নি। আমি কখনো দেখেছি সুখ আবার কখনো দেখেছি দুংখ। যেহেতু নাটকটির নাম ছিল ফ্যামিলি ক্রাইসিস তাই এটির মাজে সব সময় এই ক্রাইসিস জিনিস টাই বেশি অতিবাহিত হয়েছে। এই সুখ, দুংখ, অভাব অনাটনের মাজেও এটির নির্মাতা এমন ভাবে গুছিয়েছেন যা আমার মতো অনেক পাগলা দর্শকদের মন কেড়ে নিয়েছে। কিভাবে যে শেষ হয়ে গেলো সব কিছু তা বুজতেই পারছি না। শেষ পর্বটা দেখে কেঁদেই দিয়েছি। আসলে এমনটা যদি শেষ পর্বে না হতো তাহলে ক্রাইসিস এর কোন মানেই থাকতো না।