
আগামী ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপি সমর্থিত মেয়র প্রার্থী আইনুল কবির ও এলডিপির প্রতিষ্টাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের ভাতিজা সাবেক চন্দনাইশ পৌরসভার মেয়র মোঃ আইয়ুব কুতুবীকে জেল হাজতে প্রেরণ করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন। গতকাল ২ ফেব্রুয়ারি আসামীদ্বয় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছন।
জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় ২০১৮ সারের ২২ ডিসেম্বর দুপুরে নৌকা প্রতীক ভাংচুর, ককটেল উদ্ধার ও বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার মামলায় বর্তমান মেয়র প্রার্থী আইনুল কবিরকে ১নং ও কর্ণেল অলির ভাতিজা মোঃ আইয়ুব কুতুবীকে ২নং আসামী করে বিষ্ফোরক দ্রব্য আইনে ৩৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় ২৮ হাজার টাকা ক্ষতি সাধন ও অগ্নিসংযোগের বর্ণনা দেয়া হয়। সে মামলায় দীর্ঘ তদন্ত শেষে গত বছর ২৭ জানুয়ারি ৩৪ জনের নাম দিয়ে তৎকালীন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী চার্জশীট দাখিল করেন। অন্যান্য আসামীরা বিভিন্ন তারিখে জামিন প্রাপ্ত হল্ওে আইনুল কবির ও আইয়ুব কুতুবী মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থেকে যায়। গতকাল ২ ফেব্রুয়ারি আসামীদ্বয় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উলেখ্য যে মোঃ আইয়ুব কুতুবী চন্দনাইশ পৌরসভার পরপর ২ বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া তিনি আমেরিকার নাগরিক হিসেবে নাগরিকত্ব পেয়ে বিভিন্ন সময় ওই দেশে অবস্থান করেন। মেয়র প্রার্থী আইনুল কবির ও কর্ণেল অলির ভাতিজা আইয়ুব কুতুবী জেল হাজতে যাওয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।