
দিরাই পৌরসভাকে ডিজিটাল ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গিকার দিয়ে নতুন পরিষদের দায়িত্ব নিলেন মেয়র বিশ্বজিৎ রায় ও কাউন্সিলরগন। দায়িত্ব গ্রহনকালে পৌরবাসীর সেবক হিসেবে আগে যেভাবে মানুষের পাশে ছিলেন অাগামী পাঁচ বছর তেমনি পাশে থাকতে সকলের সহযোগিতার হাত প্রসারিত করার অাহবান জানিয়ে মেয়র বিশ্বজিৎ রায় বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন পৌঁছে যাবে পৌরসভার প্রতিটি এলাকায়।
আমি সকলকে নিয়ে দিরাই পৌরসভাকে উন্নত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। বুধবার দিরাই পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণকালে তিনি এসব কথা বলেন। এর অাগে সাবেক মেয়র মোশাররফ মিয়া নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, সাবেক মেয়র মোশাররফ মিয়া।এসময় নবনির্বাচিত কাউন্সিলর, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর দেশে প্রথম ধাপে দিরাই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মেয়র মোশাররফ মিয়াকে ১৫৩ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী অাগের পরিষদের তিনবারের কাউন্সিলর ও প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়।