
পাইন্দং জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চমবটি সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষক এম এন এস মুন্নার সঞ্চালনায় মসজিদে নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী এবং সুরা ইয়াসিন ও আর রাহমান মুখস্থ করায় ফোরকানিয়া মাদরাসার ছাত্রদের মাঝে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র ছাত্রীদের প্রাণবন্ত ও উৎসবমুখর উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত প্রোগ্রামে বক্তারা বলেন বাচ্চাদের মসজিদ মুখী করতে,কোরআন হাদিস সম্পর্কে উৎসাহি করতে, ইসলামিক মুল্যবোধ সৃষ্টিতে এ ধরনের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রতিটি সমাজে যদি এরকম প্রোগ্রামের আয়োজন করা হয় তাহলে প্রতিটি সমাজ সুন্দর, ইসলামিক আদর্শিক সমাজে পরিনয়ে অগ্রনি ভুমিকা রাখবে।।প্রাণবন্ত এই অনুষ্ঠানে সর্বমোট ২৪ জনকে পরিষ্কৃত করা হয়। যার মধ্যে ৩৬৫ ওয়াকত নামাজের মধ্যে ৩৬১ ওয়াক্ত নামাজ আদায় করে প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ শরিফ, ৩১৬ ওয়াক্ত নামাজ আদায় করে দ্বিতীয় স্থান অধিকার কারে মুহাম্মদ আফিক,৩০৬ ওয়াক্ত নামাজ আদায় করে তৃতীয় স্থান অধিকার করে মুহাম্মদ মাসুম।
পুরুষ্কার বিজয়ীদের ব্যাগ,ইসলামিক বই,কলম সহ বিভন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ারুল আজিম,খতিবও শিক্ষক জনাব মাওলানা ওবায়দুল আকবর, ফটিকছড়ি শাখা ইসলামি ব্যাংকের ব্যাংকার মোঃ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নবীর হোসেন মাসুদ, যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল আবছার,ক্লিপটন গ্রুপের কমকর্তা মোহাম্মদ রাসেদ হোসাইন, মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম, ইসলামি ব্যাংকার মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও উপস্থিত ছিলেন ইসমাইল, রাফি,রিফাত, আকিব জাবেদ প্রমুখ।