
আজ এক বেলা না খেয়ে থাকলে কেউ বলেনা খেয়েছো কিনা। না তোমার সমাজ, না তোমার বন্ধুবান্ধব। অথচ যখন তুমি লোকচক্ষু আড়াল করে পেটে এক মুঠো ভাত দেওয়ার জন্য হাড়ভাংগা পরিশ্রম করো তখন তোমার সমাজ বলে এই মানুষটা ভালনা। এর চরিত্রে সমস্যা আছে। আরোও নানান ধরনের কথাবার্তা। তবে মানুষ সমালোচনা করবেই, এটাই স্বাভাবিক। আর যারা তোমার সমালোচনা করে তারা তোমার যোগ্য নয়। তারা তোমার মতো হতে পারছেনা বলেই তোমাকে পিছন থেকে টেনে ধরছে। তারা নিজেরাও চলতে পারেনা, তোমাকেও উঠতে দিবেনা। এটাই সমাজ।
অথচ শিক্ষিত সমাজের মানুষেরা ভাবে যত মানুষের উপকার করবো, তত নিজের প্রতি আত্মসম্মান বাড়বে। সমাজ কি বলল, কে কি করলো সেটাকে দেখোনা! দেখতে হবে নিজেকে ভাল রাখার জন্য কতটুকু কাজ করলাম। কারণ আমি জানি, আজ অসহায় হয়ে পড়ে থাকলে কেউ আমার পাশে থাকবেনা। আমাকে যুদ্ধ করে সংগ্রাম করে বাঁচতে হবে। আমাকে আমার লক্ষ্য পৌঁছাতে কঠিন অধ্যাবস্যায় করতে হবে। আমার স্বপ্ন পূরণে কেউ আমার পাশে থাকুক আর না থাকুক আমাকেই আমার পাশে থাকতে হবে ইনশাআল্লাহ । জীবনে সফলতা অর্জন করতে হলে বড় বড় ঝুঁকি নিতে হবে।