
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড(ময়দান) যেখানে বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি প্রায় ১০ লক্ষাধিক বাঙালির সামনে ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে এক কালজয়ী ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন “বাংলাদেশ-ভারত মৈত্রী চিরদিন অটুট থাকবে”। মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতির পিতার ভাষণের সেই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি।
উল্লেখ্য গত শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বে তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, দৈনিক আমাদের সময় এর ব্যাবস্থাপনা সম্পাদক, সাংবাদিক সন্তোষ শর্মা, সরকারি কর্মকর্তা সহ এক প্রতিনিধিদল পাঁচ দিনের সরকারি সফরে ভারত যান। সফরের ধারাবাহীক পরিকল্পনা অনুযায়ী আজ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড(ময়দান) যেখানে বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি প্রায় ১০ লক্ষাধিক বাঙালির সামনে ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে এক কালজয়ী ভাষণ দিয়েছিলেন সেখানে অতিথি হিসেবে উপস্থিত হন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ ও সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল,পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি সহ আরো অনেকেই।
leave your comments