
যশোরের শার্শার সেতাই পুলিশি অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
(৬ই ফেব্রুয়ারি) শনিবার রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকাধীন যশোরের শার্শা উপজেলার সেতাই জোড়া ব্রীজের পাশ থেকে বাই সাইকেল যোগে আসা দেহ তল্লাসি করে ৬০ বোতল ফেন্সিডিল সহ মোঃ আসানুর রহমান মোড়ল (২৫) এবং মোঃ আলমগীর হোসেন (২৩) নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ।
আটককৃত মোঃ আসানুর মোড়ল শার্শা থানার পাঁচ ভূলোট গ্রামের মৃত আতাউল হকের ছেলে।এবং মোঃ আলমগীর হোসেন শার্শা থানার পাঁচ ভূলোট গ্রামের মোঃ ফয়েজ শেখের ছেলে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে।