
মোহাম্মদ সোহাগ রানা:– আন্তর্জাতিক সংগঠন ‘নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি গ্লোবাল (এনআরবি)’ এর যুব সংগঠন ‘ইয়াং কংগ্রেস’র ফটোগ্রাফি প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে অনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশিত হয়। এতে বিজয়ী হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী গাজী জুলফিকার রহমান, প্রথম রানার্সআপ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী বদরুল হাসান রাহাত এবং দ্বিতীয় রানার্সআপ হন রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী সিফাত উন নবি।
প্রতিযোগিতা শতাধিক প্রতিযোগী অংশ নেন। এতে প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন দেশ এবং বিদেশের অসংখ্য পুরষ্কার বিজয়ী ফটোগ্রাফার এহসানুল হক অরণ্য। সকল ছবির শিল্পমান বিচার করে বিচারকগণ চূড়ান্ত রায় দেন। প্রতিযোগিতায় প্রধান বিচারক দায়িত্বে থাকা এহসানুল হক অরণ্য বলেন, ‘ছবি তোলা এবং ছবিকে ভালোবাসার সুবাদে সবসময়ই ছবি দেখার চেষ্টা করি। ভালো গল্পের এবং সুন্দর ছবি দেখলে মনের মধ্যে এক অদ্ভুত ভালোলাগা কাজ করে। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছবি দেখার সুযোগ হয়েছে। তরুণ ফটোগ্রাফারদের উদ্বুদ্ধ করতে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। আজকের এই তরুণরাই মডার্ন ফটোগ্রাফির মোড় ঘুরাবে।’
ইয়াং কংগ্রেসের ইন্টারন্যাশনাল চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ শরীফ বলেন, ‘ফটোগ্রাফি সৃষ্টিশীল বুদ্ধিমত্তার পরিচায়ক। মানুষের মধ্যে লুকায়িত প্রতিভাকে বের করার জন্য ইয়াং কংগ্রেসের এমন আয়োজন ইতিবাচক হিসেবে নিতে চাই। ভবিষ্যতে ইয়াং কংগ্রেসের হাত ধরেই এন.আর.বি গ্লোবাল বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
এর আগে গত ১৫ জানুয়ারি ‘ক্যাপচার ইউর মোমেন্টস-২০২১’ শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে ইয়াং কংগ্রেস। প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতা করেছে ‘জাহানরা ফাউন্ডেশন’। উল্লেখ্য, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গত ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংগঠন ‘নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি গ্লোবাল (এনআরবি)’ এর যুব সংগঠন ‘ইয়াং কংগ্রেস’। যা বিশ্বজুড়ে তরুণদের মধ্যে সংযোগ স্থাপন, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্ব ছড়িয়ে দিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে সংগঠনটি।