
যশোর জেলার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের শাহাপুর, নগর বর্ণী কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার বিকাল তিনটার দিকে সংগঠনের প্রতিষ্ঠাতা বখতিয়ার রহমান এর সভাপতিত্বে কম্বল বিতরণ করেন উপস্থিত_ছিলেন
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন এর
সাধারণ সম্পাদক সবুজ হোসেন, দপ্তর সম্পাদক
আলামিন ,সহ প্রচার সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সদস্য মোঃ লিটন হোসেন,সাংগঠনিক সদস্য মোঃ কবির হোসেন সহ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক,কামরুল ইসলাম (অপূর্ব) এবং মাদ্রাসার হুজুর হাফেজ,মাওলানা মোঃ সালিমুল ইসলাম সাইফি, আরও অনেকেই
সংগঠনটি এর আগেও বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে অবিচল ছিলো। কিছুদিন আগে পাতিবিলা ইউনিয়নে অ্যাক্সিডেন্ট করে পা হারানো করিম চাচা কে (বিশ) হাজার টাকা অনুদান করে। এরপর গরীব দুস্থ মানুষের সাহায্য সহযোগিতায় সবসময় অটুট ছিল। সংগঠনের সভাপতি জানান ইনশাল্লাহ সারা জীবন এই ভাবে মানুষের পাশে থাকবে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।