
নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের হাবিশপুর গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে রাস্তা কেটে বাড়ি ভরাট করছেন বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের। ঘটনাটি ঘটেছে নরসিংদির বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের হাবিশপুর গ্রামে।
এলাকাবাসী জানান, পোড়াদিয়া – ঢাকা রাস্তার সংযোগস্থল হতে একটি কাঁচা রাস্তা কসবা (শাহ ইরানী) মাজার হয়ে বরচাপা রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। কিন্তু, হাবিশপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে আবুল হাসেম তার বাড়ির নিকটে রাস্তা কেটে মাটি নিয়ে তার বাড়ি ভরাট করে। এলাকাবাসী একাধিকবার বাঁধা দিলে সে রাতের আঁধারে রাস্তা কেটে মাটি নিয়ে যায়। তারা আরও জানায় এ রাস্তা সংলগ্ন প্রায় ১৭০ শতাংশ হিন্দু সম্পত্তি দখল করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। জমি নিজের দাবি করে জমির পাশ দিয়ে যাওয়া রাস্তা বিভিন্ন সময়ে একটু একটু করে কেটে নিজ বাড়ির ভিটা ভরাট সহ আশেপাশে মাটি ভরাট করছে।
দীর্ঘদিন ধরে আবুল হাসেমের এ ধরণের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড চলে আসছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলে সে মারমুখী হয়ে উঠে। এ নিয়ে স্থানীয় ভুক্তভোগীরা একাধিকবার তাকে অনুরোধ করলেও সে কারও কথা শুনেনা। সংশ্লিষ্ট এলাকার অধিবাসীরা জানান স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানানোর পরও এ ব্যাপারে তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে আবুল হাসেমের দখলকৃত রাস্তা সংশ্লিষ্ট জমিটি জনৈক হিন্দু ব্যক্তির। জমিটির বৈধ মালিক সে নয়। এখনও জমিটি তাদেরই আছে। একই গ্রামের চাঁন মিয়া মুন্সীর ছেলে ভুক্তভোগী আমির হোসেন জানান ‘এ রাস্তাটি আমাদের চলাচলের ও পাশ্ববর্তী মাজার এবং বাজারে যাওয়ার রাস্তা। এটি কেটে ফেলায় আমরা বিপদে আছি।’ আরেক ভুক্তভোগী মৃত হযরত আলীর ছেলে রেহান উদ্দীন জানান ‘আমরা অনেক চেষ্টা করেও উনাকে নিবৃত্ত করতে পারিনি। কাটতে কাটতে রাস্তাটি ছোট করে ফেলেছে। আমরা বাঁধা দিলে সে আমাদেরকে হুমকি দেয়।’ এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফরানুল হক ভূঁইয়া জামান জানান ‘বিষয়টি স্থানীয় সরকারের আওতাধীন। আমি এ ব্যাপারে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করব।’ উপজেলা প্রকোশলী মোঃ আরিফুল ইসলাম বলেন ‘আমি বিষয়টি নিজে গিয়ে দেখেছি। এটা দুঃখজনক যে উনি রাস্তাটা কেটে ফেলছেন।’