
ভারতের ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত কলকাতার সিনেমা ‘ডিকশনারি’।
কলকাতার সড়কগুলোতে বড় বড় বিলবোর্ডে শোভা পাচ্ছে মোশাররফ করিমের সিনেমার পোস্টার। বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেতা এই প্রথম কলকাতার লোকাল সিনেমায় অভিনয় করলেন।
সিনেমার নাম ‘ডিকশনারি’। যা নির্মাণ করেছেন পশ্চিম বঙ্গের দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু।
যেখানে আরও অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলুমী বসু।
‘ডিকশনারি’ কলকাতায় মুক্তি পেয়েছে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার)। তার আগে থেকেই চলছে জোর প্রচারণা। মোশাররফ নিজেও প্রচারণায় অংশ নিতে বুধবার সকালে সেখানে গেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হয়েছে প্রিমিয়ার অনুষ্ঠান।