
ভালোবাসার প্রজাপতি
পারভীন আকতার
ভালোবাসা নামটি ক্ষণে ক্ষণে বদলায়,
রূপে রসে অঙ্কের অগ্রে,
কিশলয় দূর্বাঘাসের রন্ধ্রে।
জীবন রঙে ভরায় কখনো সুখ সারি তাড়ায়!
ভালোবাসা নামটি নিয়ে বেঁচে থাকে আশায়,
অনেক জীবন কাতর অন্ধ প্রেমে,
স্পর্শ শ্বাস আড়ালে সূর্য দিশা নেমে।
কারণে অকারণে মেঘের বজ্রপাতে নামায়।
ভালোবাসা নামটি বিশেষণে ব্যস্ত হয় মেলায়,
তখনই বিরহ দুঃখ গ্রাসে আঁকড়ায়,
জীবন জমে বরফে নায়াগ্রার ঝর্ণায়।
সেকি বিলাপ কাছে পাওয়ার জল জমে ধুলোয়।
ভালোবাসা নামটি অকুন্ঠ নিঁখাদ স্বপ্ন মায়ায়,
দূর্বার বেগে এগিয়ে চলে স্বপ্ন খেয়ায়,
জীবন ভরে পুষ্প ঢালায় সুরভিত কেয়ায়।
ভালোবাসার বিশুদ্ধ আনন্দ দুঃখ শত ভুলায়।
ভালোবাসার বর্ণিল রংধনুর রঙে মন রাঙায়,
ভালোবাসা আশা জাগায়,
জীবনে জিততে শেখায়,
ভালোবাসার প্রজাপতি উড়ে মনের আঙিনায়।