
রেলপথ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ি কমিটির চেয়ারম্যান রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন যৌতুক ও মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচতে হলে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আল্লামা আবুল কাশেম নুরীর ভূয়সি প্রশংসা করে বলেন তিনি একজন আলেম হয়ে যৌতুক ও মাদকবিরোধী এ সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। তিনি আরো বলেন, মাদকের সহজলভ্যতা যুব তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ সর্বনাশা মাদক। যুব সমাজ ফেসবুক মোবাইল আসক্তিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে নিজেদের সম্ভাবনাময়ী জীবনকে অর্থহীন করে তুলছে। নিজ নিজ অবস্থান থেকে এব্যাপারে সবাইকে সচেতন করে তোলার দায়িত্ব পালন করতে হবে।
আলেম-ইমাম-খতিবদের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের পেশাজীবীদেরকে এবিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।(১৩ ফেব্রুয়ারি)শনিবার সকালে সাংসদের রাউজানস্থ গহিরার বাসভবনে আঞ্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের চেয়ারম্যান ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) সৌজন্য সাক্ষাতে আসলে সাংসদ এসব কথা বলেন। তিনি আগামী ৬ মার্চ শনিবার অনুষ্টিতব্য চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে আঞ্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা এবং আন্দোলনের ১ যুগ পূর্তিতে বর্ণাঢ্য র্যালীর সফলতা কামনা করেন। সাক্ষাতকালে আল্লামা নূরী বলেন ২০১০ সাল থেকে শুরু হওয়া এ আন্দোলেনের ফলে হাজার হাজার যুবক যৌতুকবিহীন বিবাহে আবদ্ধ হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার এ আন্দোলন অব্যাহত থাকলে সারাদেশে সামাজিক আন্দোলেন রূপ দিতে পারলে দেশ ও জাতি যৌতুকের ব্যাধি থেকে মুক্তি পাবে।
এসময় উপস্থিত ছিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুন রাজনীতিক ফারাজ করিম চৌধুরী।তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক আদর্শের ভিত্তিতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যৌতুক ও নারী নির্যাতন বিরোধী আয়াতসমূহ অর্থ ও ব্যাখ্যাসহকারে সাধারণ মানুষের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হবে, ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ স্ব-স্ব মসজিদের খতিব/ইমাম সাহেবগণ খুৎবার বক্তব্যে এই বিষয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করতে হবে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, সর্বোপরি যৌতুক নিরোধ আইনকে আরো শক্তিশালী করে যৌতুক দাতা ও গ্রহীতাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচীত পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাজনীতিক আনোয়ারুল ইসলাম,প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন,কাউঞ্চিলর জসিম উদ্দিন চৌধুরী,যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী মুহাম্মদ ফোরকান রেজা,সদস্য সচিব শায়ের ও সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী,সাংবাদিক এম বেলাল উদ্দিন,মুহাম্মদ ফরিদুল আলম, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ শাহীন সুজন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ ইমাম হোসেন, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, আবু রাফে মুহাম্মদ সাওবান মুহাম্মদ মোরশেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।