
আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে নাজিম খাঁন এর পরিচালনায় আপটার ভ্যালেনন্টাইন ডে শর্টফিল্ম।
নাজিম খাঁনের সাথে বিষয়টা নিয়ে কথা বলে জানা যায়
ভালোবাসা দিবসে ওই দিন নানান রকমের ভালো খারাপ ঘঠনা ঘটে থাকে ওই বিষয় গুলো নিয়ে একটি শর্টফিল্ম তৈরি করা হচ্ছে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। শর্টফিল্মটিতে অভিনয়ে ছিলেন নাজিম খাঁন ইউটিউব চ্যানেলের নাজিম খাঁনের টিম মেম্বাররা মূল চরিত্রে অভিনয়ে ছিলেন তরুন প্রজন্মের অভিনেতা ফারহান নাদিম এবং অভিনেত্রী কথা আহমেদ।
গল্পে আরো অভিনয় চরিত্রে ছিলেন তরুন প্রজন্মের অভিনেতা রিয়াজ, জসিম উদ্দিন জাহেদ, এবং এনামুল হক বাবু সহ আরো অনেকে। বিষয়টি নিয়ে সবার সাথে কথা বলে জানা যায় তাঁরা দর্শকদের জন্য শিক্ষামূলক একটি ভিড়িও নিয়ে আসছেন আশা করি সবার ভালো লাগবে। আগামী ১৫ তারিখে ভিড়িওটি নাজিম খাঁন ইউটিউব চ্যানেলে আপলোড় করা হবে। এবং সামনে আরো নতুন নতুন কাজ নিয়ে দর্শকদের মাঝে হাজির হবেন নাজিম খাঁন ইউটিউব টিম মেম্বার।