
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার এলাকা থেকে ইজিবাইকের পুরাতন টায়ারের ভেতরে অভিনব কায়দা লুকিয়ে রাখা ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ কিসমত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক কিসমত আলী (৩২) সে পোর্ট থানাধীন কাগজপুকুর বাগানপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
থানা পুলিশ জানায়, শনিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজারের জহুরুলের ভলকানাইজ এর দোকানের সামনে থেকে তাকে টায়ার ও টায়রের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসমীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।