
গর্জনিয়া-কচ্ছপিয়ার যারা চট্টগ্রামে অবস্থান করেন তাদের সম্প্রীতি রক্ষার লক্ষ্যে মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেন জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক জাহাঙ্গীর সেলিম ও চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি আবু ঈসার সমন্নয়ে গর্জনিয়া-কচ্ছপিয়াবাসী। তারা বলেন মিলনমেলার মাধ্যমে গর্জনিয়া-কচ্ছপিয়ার আমরা যারা চট্টগ্রামে থাকি তাদের মাঝে এক সম্প্রীতির বন্ধন তৈরি হবে। যেটি এলাকার উন্নয়ন ও সম্প্রীতি রক্ষার সুযোগ করে দিবে।
উক্ত মিলনমেলা সফল ও সার্থক করার লক্ষ্যে রবিবার সন্ধা ৭টায় গুলজার টাওয়ারের “প্রসিড অন” এর হলরুমে ২য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত আগামি ৫ই মার্চের মিলনমেলার সম্পূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং যা যা করবে তা উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের মধ্যে ছিল মোট ডেডিকেটে,চট্টগ্রাম থেকে আনোয়া যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা, সাউন্ড, ব্যানার, সকালের নাস্তা, বিকালের নাস্তা, দুপুরের খাবার,টি-শার্ট,রেফেল-ড্র, ক্রিড়া প্রতিযোগিতার মধ্যে হাড়ি ভাঙ্গা, দৌড় প্রতিযোগিতা, বেলুন প্রতিযোগিতা সহ আরো অনেক।
২য় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম,রামু সমিতি চট্টগ্রামের প্রচার সম্পাদক চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আবু ঈসা,ইউপি আনসার কমান্ডার মোহাম্মদ নুরুল হাকিম,চট্টগ্রাম জার্জ কোর্টের ইমাম হাফেজ মোহাম্মদ ওসমানগনী,রামু স্টুডেন্ট’স ফোরাম চট্টগ্রামের সভাপতি এম.মোবারক হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুনিরুল আলম,চট্টগ্রাম কলেজ ইংরেজি বিভাগের ছাত্র বোরহান উদ্দীন, চট্টগ্রাম কলেজ ইসলামি স্টাডিজের ছাত্র জি.এম.জিহাদী,চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জহিরুল ইসলাম,হাজী মোহাম্মদ মুহসিন কলেজ চট্টগ্রামের ছাত্র মোহাম্মদ আরিফুল হক,মোঃ করিম, মোহাম্মদ আয়াত উল্লাহ, হাবিবুল মোহাইমেন,মাহবুর রহমান,সহ আরো অনেকেই।
প্রস্তুতি সভার শেষে হাফেজ মুনিরুল আলম মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মাধ্যমে আগামি মিলনমেলা সফল ও সার্থক হওয়ার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেন।উপস্থিত সবার সিদ্ধান্ত মতে আগামি ২৮ই ফেব্রুয়ারি মিলনমেলার সর্বশেষ প্রস্তুতি সভার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে গর্জনিয়া-কচ্ছপিয়ার চট্টগ্রামে অবস্থানগত সবাইকে উপস্থিত হয়ে পরামর্শ দিয়ে মিলনমেলাকে সফল ও সার্থক করার জন্য অনুরোধ জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা।