
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাবর আজম এবং রিজওয়ানের ব্যাটে চড়ে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে নিজেদের করে নিলো পাকিস্তান। আজ লাহোরে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মাথায় হেনরিকসকে হারায় দক্ষিণ আফ্রিকা। তিনে ব্যাট করতে নেমে স্মুট আজও হয়েছে ব্যর্থ করেছে মাত্র ১ রান। চারে নামা বিলজুন ভয়ঙ্কর হওয়ার আগে ফিরেন ১৬ রান করে। অধিনায়ক ক্যাসেল ফিরেন ডাক মেরে।
অনেক্ষণ ধরে উইকেটে থিতু হওয়া ওপেনার মালান ফিরেন ২৭ রান করে। ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিলে মাত্র ৬৫ রান করতে দক্ষিণ আফ্রিকার নেই ৭ উইকেট। সেখান থেকে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন ডেভিড মিলার করেন ৪৫ বলে অপরাজিত ৮৫ রান। মিলারের এমন ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায় সফরকারীরা। পাকিস্তানের হয়ে জিহাদ ৩টি নেওয়াজ এবং হাসান আলি নেন ২টি করে উইকেট একটি উইকেট নেন কাদির।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাক্তিগত ১৫ রানে ফিরেন হায়দার আলি। আগের দুই ম্যাচে ব্যাট হাতে পাকিস্তানকে দুরন্ত সূচনা এনে দেওয়া রিজওয়ান আজও ছিলো দুরন্ত তবে আউট হন ব্যাক্তিগত ৪২ রানে। ৫ রান করে ফিরেন তালেত। তিনে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজম ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। আসিফ আলি এবং ফাহিম আশরাফ দ্রুত ফিরলেও শেষদিকে হাসান আলির ২০ এবং নেওয়াজের ১৮ রানের ইনিংসে জয় পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর দক্ষিণ আফ্রিকা: ১৬৪/৮ (২০ওভার)
মিলার ৮৫* মালান ২৭ জাহিদ ৩/৪০ নেওয়াজ ২/১৩ পাকিস্তান : ১৬৫/৬ (১৮.৪ ওভার) বাবর আজম ৪৪ রিজওয়ান ৪২
শামসি ৪/২৫ প্রোটিন ১/৩৩ ফলাফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্যা ম্যাচ: নেওয়াজ।