
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সৌদি প্রবাসী ফেরদৌস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে । সোমবার (১৫ ফেব্রুয়ারী ) সকাল ৯ টার দিকে মহাসড়কের মেহের ঘোনা নুর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে ।আহত ফেরদৌস ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার মৃত হাজী ইউসুফ আলীর ছেলে ও ঈদগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের সদস্য ।
জানা যায় , মহাসড়কের ঈদগাঁও মেহের ঘোনার বর্নিত এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় ফেরদৌসের ডান পা ভেঙ্গে চুর্ন বিচুর্ন হয়ে যায় । তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ঈদগাঁও মডেল হাসপাতাল ও পরে মালুমঘাট খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। আহত ফেরদৌসের ছোটভাই ছৈয়দ আকবর ফেরদৌসের ডান পায়ের হাঁটুর নিচে সম্পুর্ন হাড ভেঙ্গে যায় এবং অবস্থা খুবই খারাপ বলে জানান। স্থানীয় মেম্বার নুরুল হক এ খবর শুনেছেন বলে জানান। মেহের ঘোনা এলাকার ব্যবসায়ী, রাজনীতিক কর্মীসহ সকলে এ এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে স্পীডব্রেকার স্থাপনের দাবী জানান।