
পরীর মতো উড়তে মন চায় আমার। বসন্তের আগমনে প্রতিটা মনেই রংয়ের দোল খেলে। ফিরে পেতে চায় স্বর্গীয় সুখ। কিছু দুঃখকে আড়াল করে মানুষ চায় নতুন ফুলের আগমনে নতুন প্রেমের আভাস। তারপর কুমারীদের রঙিন শাড়ি, ছেলেদের পান্জাবী। খোপায় ফুল আর মিষ্টি হাসি এ-সবই আমি ভালবাসি। ভালবাসার অতলে প্রিয় ঋতুতে তলিয়ে যাই আমি। হারিয়ে যেতে মন চায় পাখির কলরব কন্ঠে আর মধুর সুরের প্রকৃতিতে।
পরিস্থিতি মানুষকে পরিবর্তন করাতে বাধ্য করায়, একটা মানুষ সামাজিকতার খাতিরে যতটুকুই ভালো থাকার অভিনয় করুক না কেন সেই মানুষটা যদি চাপের থেকে মাত্রাতিরিক্ত বেশি অর্থাৎ সীমার বাইরে অতিক্রম করে ফেলে এবং তার টানাপোড়েনের অভাব পড়ে যায়, তখন সে বাধ্য থাকে অভিনয়ে থাকা সেই মানুষটিকে নিজের রুপে ফিরিয়ে আনতে। ঠিক এই নতুন বসন্তের মতো। বার বার প্রেমে ধোঁকা খাওয়া, প্রিয় মানুষটির বার বার কথা দিয়ে অন্য আরেকজনকে নিয়ে ফেইসবুকে পোস্ট করা। বলতে গেলে সে ফিল করে অন্য আরেকজনকে আর লোক দেখানো ভালোবাসার তাগিদে তোমাকে শান্তনা দেয়। মানুষটা বুঝতে পেরে গেলেই নিজেকে অভিমানের আড়ালে বলি চড়ায়, সেই একটা মানুষকে ভুল বুঝার কারণে পৃথিবীর সব মানুষ হয়ে যায় তার কাছে স্বার্থপর । কিন্তু এই পৃথিবীতে নেশার অতলে তলিয়ে যায় কিছু না পাওয়া ভালবাসা। এ তো ভালবাসা নয়, ভালবাসা সীমাহীন তার কোনো প্রতিক্রিয়া নেই। সেই মানুষটা হয়ে যায় পাথর নয়তোবা ফুল। পাথর হলে তার রিদয়ে ফুল ফোটাতে কষ্টের সীমা ছাড়িয়ে যায়। আর ফুল হলে তো কথাই নেই। সে ফাগুনের ছোয়ায় মিশে যায় প্রকৃতিতে। সব কিছু ভুলে নতুন ঋতুতে নতুন প্রেমে নিজেকে মাতিয়ে তোলো। যাকে ভালোলাগে তাকে ভালবাসার কথা জানিয়ে দাও। দেখবে সেও ভালো আছে তুমিও ভালো আছো। তোমাদের জন্য শুভকামনা।
leave your comments